দ্য রিপোর্ট প্রতিবেদক : হায়দার আকবর খান রনো বিশিষ্ট রাজনীতিবিদ ও সাহিত্যিক। এবারের বইমেলায় বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে তার লেখা বিজ্ঞানবিষয়ক গ্রন্থ ‘কোয়ান্টাম জগৎ’। এ ছাড়াও প্রতিনিয়ত লিখে চলেছেন দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতার চালচিত্র এবং তা থেকে উত্তরণবিষয়ক কলাম।

শনিবার প্রাণের টানে অমর একুশে গ্রন্থমেলায় চলে আসেন তিনি। মেলা সম্পর্কে অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন, ‘কিছুদিন আগেও দেশে ছিল এক ধরনের অরাজনৈতিক পরিস্থিতি। এ সব কাটিয়ে মেলা যে পুরোদমে জমে উঠেছে, এটি অত্যন্ত ইতিবাচক। তরুণ প্রজন্ম এতসব ঝুটঝামেলা বাদ দিয়ে মেলায় এসে বই দেখছে, কিনছে। তাদের চোখেমুখে নির্মল আনন্দ দেখে আমি কেবলই আশাবাদী হচ্ছি।’

একুশের প্রতি শ্রদ্ধা রেখে এবারের মেলা যেভাবে এগিয়ে চলছে তা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএ/এমএআর/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)