বাঘাইছড়ি মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
রাঙ্গামাটি প্রতিনিধি : সরকারি তহবিল তছরুপ ও অর্থ আত্মসাতের অভিযোগে রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার মেয়রসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
বাঘাইছড়ি উপজেলার পৌর মেয়র আলমগীর কবির ও বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক নির্বাহী অফিসার মো. সাজেদুল হক, উপজেলা সড়ক ও জনপথের সাবেক উপ-সহকারী প্রকৌশলী দীপন চাকমা ও ঠিকাদার সুজল কান্তি চাকমার বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় মামলাটি দায়ের করেন রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. মীর হোসেন।
বাঘাইছড়ি থানা ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে ৫ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে একটি সীমানা প্রাচীর নির্মাণের নামে অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে দুদক তদন্ত করে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দুদক রাঙ্গামাটির বাঘাইছড়ি থানায় মামলাটি দায়ের করে।
বাঘাইছড়ি পৌর মেয়র আলমগীর কবিরের কাছে মামলা সম্পর্কে জানতে চাইলে তিনি দ্য রিপোর্টকে বলেন, ‘একটি জায়গা নিয়ে আব্দুল শুক্কুর ও আব্দুস শহিদের সঙ্গে পৌরসভার ১৬ বছর ধরে মামলা চলছিল। আমি দায়িত্ব নেওয়ার পর ২০১১ সালে জায়গাটি পৌরসভার অধীনে আনি। এ জন্য পৌরসভার তহবিল থেকে সীমানা প্রাচীর নির্মাণে পাঁচ লাখ ও জমি ক্রয় বাবদ চার লাখ টাকা ব্যয় হয়। বিষয়টি দুদকের অনুসন্ধানের সময় আমি নিজেই জানিয়েছি। এরপরও কেন মামলা হলো তা বুঝতে পারছি না।’
(দ্য রিপোর্ট/এমএ/এমএইচও/এমএআর/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)