কুমিল্লায় বিক্ষোভ
কুমিল্লা সংবাদদাতা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মানিলন্ডারিং মামলা দায়েরের প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও কুমিল্লা জেলা (উত্তর) ছাত্রদল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর এলাকায় শনিবার বিকেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ভিপি মেহেদী হাসান সজীবের নেতৃতে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মেহেদী হাসান সজীব বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা মানিলন্ডারিং মামলা শিগগিরই প্রত্যাহার করতে হবে। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ঢাকার সঙ্গে চট্টগ্রাম বিভাগের যোগাযোগ বিচ্ছিন্নসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা (উত্তর) ছাত্রদলের সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এজে জামাল উদ্দিন, রেজাউল হাসান, গৌরীপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি বশির আহমেদ প্রমুখ।
(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/এমএআর/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)