ভুল চিকিৎসায় স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ
মুন্সীগঞ্জ সংবাদদাতা : জেলার টঙ্গিবাড়ীতে একটি প্রাইভেট ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রাইমারি স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার।
টঙ্গিবাড়ী বাজারসংলগ্ন ইউনাইটেড ক্লিনিকে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম হালদার (৮) উত্তর কুরমিরা গ্রামের মহিউদ্দিন হালদারের ছেলে। সে উত্তর কুরমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ খালেক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি দ্য রিপোর্টকে জানান, ঘটনার পর নিহতের স্বজনরা ক্লিনিকে ভাঙচুর করতে উদ্ধত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক মালেক মুরাদ পলাতক রয়েছেন।
মহিউদ্দিন হালদার জানান, সিয়ামের পায়ের টিউমারের অপারেশনের জন্য সকালে তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেলে অপারেশন করতে গেলে চিকিৎসকের ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়।
(দ্য রিপোর্ট/এমএস/এমএইচও/এমএআর/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)