বেনাপোল (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ৭ দিনব্যাপী ‘বিনামূল্যে অনলাইনে আয় বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার বিকেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান কর্মশালাটি উদ্বোধন করেন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে যশোর জেলাকে দ্রুত ওয়াইফাই জোন ঘোষণা করা হবে। সকল মাধ্যমিক স্কুল, প্রাইমারি ও মাদ্রাসা পর্যায়ে ছাত্র-ছাত্রী এবং কর্মচারীরা অনলাইনের মাধ্যমে ঘরে বসে আয় করতে পারেন সর্বোচ্চ এক লাখ টাকা। বেকারত্বের অভিশাপ থেক মুক্তি পাওয়ার লক্ষ্যে লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পটি ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রম প্রসারিত করা হবে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ভূমি কমিশনার আরিফউজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, শার্শা থানার অফিসার ইনচার্জ আহম্মেদ কবির প্রমুখ।

শার্শা উপজেলা পরিষদে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ শিবিরে ৪০ জন শিক্ষার্থী অংশ নেন।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএআর/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)