সাঙ্গু থেকে সেনাসদস্যের মৃতদেহ উদ্ধার
ব্রিগেড মেজর মশিউর রহমান জানান, সকালে সাঙ্গু নদীর বেতছড়া পয়েন্টে স্থানীয়রা ভাসমান একটি মৃতদেহ দেখে সেনা কর্তৃপক্ষকে খবর দেয়। পরে নৌবাহিনী ও সেনাবাহিনীর যৌথ ডুবুরিদল গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
৪৩ ঘণ্টা তল্লাশির পর তানভিরের মৃতদেহ উদ্ধার হলো।
মৃতদেহ নিয়ে আসার পর পরিবারের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় ব্রিগেড কমান্ডার সাঈদ সিদ্দিকীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৯টা পর্যন্ত মৃতদেহ সেনা হাসপাতাল মর্গে ছিল।
উল্লেখ্য, বেতছড়া সেনাক্যাম্পের ক্যাপ্টেন তানভীর অপর দুই সেনাসদস্যসহ রবিবার দুপুরে নৌকায় চড়ে সাঙ্গু নদী পাড় হওয়ার সময় হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যান।
দুই সেনাসদস্য সাঁতরে তীরে ফিরে এলেও তানভীর স্রোতের তোড়ে নদীতে তলিয়ে যান।
নিহত তানভির কুমিল্লার বাসিন্দা।
(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ০৮, ২০১৩)