শার্শায় চাঁদা না পেয়ে বিএনপিকর্মীকে হত্যা
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত বিএনপিকর্মী ওসমান গনি (৪৫) শনিবার রাত ১১টার দিকে মারা যান। চাঁদা না দেওয়ায় শুক্রবার বিকেলে সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনি আহত হন।
নিহত ওসমান গনি শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমান গনি শুক্রবার বিকেলে শার্শাবাজারে তার ভগ্নিপতি সাইফুল ইসলামের সারের দোকানে বসে সার বিক্রি করছিলেন। এ সময় শ্যামলাগাছি গ্রামের সন্ত্রাসী শিবলু, বাবলা ও আজগর আলী ওই দোকানে যায় ও ওসমান গনির কাছে ১ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় সন্ত্রাসীরা তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা আনার পথে শনিবার রাত ১১টার দিকে তিনি মারা যান।
তার পরিবারের দাবি সন্ত্রাসীরা অনেক আগে থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর জানান, থানায় এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(দ্য রিপোর্ট/জেএইচ/এফএস/এমডি/শাহ/ফেব্রুয়ারি ৯, ২০১৪)