নিউজিল্যান্ডের রোমাঞ্চকর জয়
দ্য রিপোর্ট ডেস্ক : দারুণ লড়াইয়ের পর অকল্যান্ড টেস্টে পরাজিত হয়েছে ভারত। রবিবার প্রথম টেস্টের চতুর্থ দিনে নিউজিল্যান্ড ৪০ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে।
ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪০৭ রান। তৃতীয় দিন শেষে সফরকারীরা ১ উইকেটে ৮৭ রান তুলেছিল। কিন্তু রবিবার জয়ের নেশায় পেয়ে বসেছিল তাদের। তবে সফল হতে পারেনি না তারা।
ওপেনার শেখর ধাওয়ান সেঞ্চুরি (১১৫) পেয়েছিলেন; কিন্তু বিফলে গেছে তার প্রচেষ্টা। বিরাট কোহলি (৬৭) অবশ্য হাফসেঞ্চুরি পেয়েছেন। আর অন্যদিকে নিউজিল্যান্ডের নিল ওয়াগনার ৬২ রানে ৪ উইকেট নিয়েছেন। ৩টি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। তবে ম্যাচ সেরা হয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ১৪ ফেব্রুয়ারি শুরু হবে ওয়েলিংটনে।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ৫০৩ (ব্রেন্ডন ম্যাককালাম ২২৪, উইলিয়ামসন ১১৩, ইশান্ত ৬/১৩৪) এবং ১০৫ (ইশান্ত ৩/২৮)
ভারত : ২০২ (রোহিত ৭২, ওয়াগনার ৪/৬৪) এবং ৩৬৬ (ধাওয়ান ১১৫; ওয়াগনার ৪/৬২,সাউদি ৩/৮১)।
ফল : নিউজিল্যান্ড ৪০ রানে জয়ী।
ম্যাচ সেরা : ব্রেন্ডন ম্যাককালাম।
সিরিজ : নিউজিল্যান্ড ২ টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে।
(দ্য রিপোর্ট/এমএ/সিজি/শাহ/ফেব্রুয়ারি ৯, ২০১৪)