দ্য রিপোর্ট ডেস্ক : নতুন গভর্নর নির্বাচিত করতে রবিবার তুষারপাতের মধ্যেই ভোট দিতে যাচ্ছেন জাপানের রাজধানী টোকিওর বাসিন্দারা। পর্যবেক্ষকরা বলছেন, দশকের সবচেয়ে ভয়াবহ এই তুষারপাত ভোটদান ব্যাহত করতে পারে।

পারমাণবিক শক্তি ব্যবহারের ইস্যুতে গভর্নর প্রার্থীদের মধ্যে শক্ত লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।

১৬ জন প্রার্থী ১ কোটি ৩০ লাখ মানুষের শহর টোকিওর প্রধান নির্বাহী হওয়ার জন্য নির্বাচনী যুদ্ধে অংশ নিচ্ছেন। প্রায় দুই সপ্তাহ ধরে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা।

জনমত জরিপে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে আছেন সাবেক টেলিভিশন উপস্থাপক ও মন্ত্রিপরিষদের মন্ত্রী ইয়োচি ম্যাসুজে। পারমাণবিক চুল্লির কাজ পুনরায় শুরু করার সরকারি নীতিকে সমর্থন করার পরও প্রার্থী হিসেবে জনপ্রিয় ৬৫ বছর বয়সী ম্যাসুজে।

উল্লেখ্য, ২০১১ সালের মার্চে সুনামি হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসে ফুকুসিমা পারমাণবিক চুল্লিতে। আর তখনই পারমানবিক প্রযুক্তির প্রতি তীব্র বিরাগ জন্মে জাপানিদের।

ম্যাসুজেকে সমর্থন দিচ্ছেন কনজারভেটিভ লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধানমন্ত্রী শিনজো আবে।

ম্যাসুজের নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন সাবেক প্রধানমন্ত্রী মোরিহিরো হোসোকাওয়া। আর ৭৬ বছর বয়সী হোসোকাওয়ার পেছনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি।

আইনজীবী কেনজি উৎসানোমিয়াও পারমাণবিক শক্তির বিরোধিতা করে চালিয়েছেন নির্বচনী প্রচারণা।

তবে সংবাদদাতারা বলছেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন কর্মসূচি মাথায় রেখেই ভোট দেবেন নাগরিকরা।

ভোটগ্রহণ চলবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত।

২০১৪ সালের ডিসেম্বরে নাওকি ইনোজ পদত্যাগ করলে খালি হয় টোকিওর গভর্নর পদটি।

দায়িত্ব পাওয়া নতুন গভর্নরের প্রধান কাজ হবে ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠিত হতে যাওয়া গ্রীষ্মকালীন অলিম্পিকের প্রস্তুতি নেওয়া। শহর সংস্কারে এরই মধ্যে অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/আরজে/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৯, ২০১৪)