দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা একেএম ইউসুফের মৃত্যু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১১টা ৪৫ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

তার আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রবিবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১:৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মরহুম মুন্সি আজিম উদ্দিনের ছেলে একেএম ইউসুফ। তিনি ৩ ছেলে ও ৫ মেয়ের জনক ছিলেন ।

১৯৭১ সালে তিনি মালেক মন্ত্রিসভার রাজস্ব মন্ত্রী ছিলেন। পরে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন।

১৯৭২ সালে দালাল আইনে বিচারে যাবজ্জীবন সাজা পান। পরে ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমার আওতায় তিনি মুক্তি পান।

একাত্তরে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত জামায়াত নেতা ইউসুফের বিরুদ্ধে গত বছরের ১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১৩টি অভিযোগ গঠন করা হয়।

ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশে বলা হয়, ইউসুফ রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা ও খুলনা শান্তি কমিটির প্রধান ছিলেন। তিনি একাত্তরে মুক্তিযুদ্ধকালে বাগেরহাটের ভাষাবাজার, কচুয়া, শাঁখারীকাঠি বাজার, রায়েন্দাবাজার, তাপালবাড়ি বাজারসহ বিভিন্ন স্থানে গণহত্যা, হত্যা, নির্যাতন-নিপীড়ন, ধর্মান্তরকরণসহ নানা ধরনের অপরাধ করেছেন।

গত বছরের ১২ মে প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দিন বিকেলে তার ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব।

বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার কার্যক্রম শেষ ধাপে আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ প্রসিকিউশনের (আর্গুমেন্ট) যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরুর কথা ছিল।

(দ্য রিপোর্ট/এসএ/ইইউ/এমডি/শাহ/ফেব্রুয়ারি ৯, ২০১৪)