সাত দফা দাবিতে গার্মেন্টস শ্রমিক সংহতির স্মারকলিপি
দ্য রিপোর্ট প্রতিবেদক : অবিলম্বে রানা প্লাজায় নিহত, নিখোঁজ, আহত শ্রমিকদের তালিকা প্রকাশ ও এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবিসহ সাত দফা দাবিতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে স্মারকলিপি দিয়েছে গার্মেন্টস শ্রমিক সংহতি।
জাতীয় প্রেস ক্লাবের সামনে রবিবার দুপুরে সমাবেশ শেষে এ স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।
প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সংহতি প্রকাশ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘রানা প্লাজায় ১২০০ শ্রমিক নিহত হয়েছেন। এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়। এটা হত্যাকাণ্ড। কিন্তু ঘটনার ৯ মাস পরও খুনীদের বিচার করা হচ্ছে না।’
তিনি বলেন, ‘এ দেশের শ্রমিকরা যদি জেগে ওঠে তাহলে আপনাদের তখতে তাউস কেঁপে উঠবে। তাই শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিন। রানা প্লাজার ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিন।’
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির আহ্বায়ক তাসলিমা আখতার লিমা। এ ছাড়া বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী এডভোকেট আব্দুস সালাম, মহানগর নেতা আবু বকর রিপন প্রমুখ।
(দ্য রিপোর্ট/সাআ/এমডি/শাহ/ফেব্রুয়ারি ৯, ২০১৪)