দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলশানে যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলার আসামি ফাহিমা ইসলাম লোপাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ জামিনাদেশ দেন।

আদালতে আসামি লোপার পক্ষে শুনানি করেন আইনজীবী বিএম ইলিয়াস কচি। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান।

মিল্কীর সহযোগী ব্যবসায়ী মারুফ রেজা ওরফে সাগরের স্ত্রী লোপা। এ হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গত ৩ আগস্ট তাকে গ্রেফতার করে পুলিশ।

গত বছরের ২৯ জুলাই মধ্যরাতে গুলশান ১ নম্বরে একটি বিপণিবিতানের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কীকে গুলি করে হত্যা করে জাহিদ সিদ্দিকী তারেক। বিপণিবিতানের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় এ খুনের দৃশ্য ধরা পড়ে। সে রাতেই উত্তরার একটি ক্লিনিক থেকে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ দক্ষিণের যুগ্ম সম্পাদক জাহিদ সিদ্দিকী তারেকসহ কয়েকজনকে গ্রেফতার করে ‌র‌্যাব।

এরপর ৩১ জুলাই রাতে ক্রসফায়ারে নিহত হন তারেকসহ দুজন। হত্যার অভিযোগে রিয়াজুলের ভাই মেজর রাশেদুল হক খান বাদী হয়ে তারেকসহ ১১ জনের নাম উল্লেখ করে গুলশান থানায় একটি মামলা করেন। এ মামলার কারণে পুলিশ লোপাকে গ্রেফতার করে।

(দ্য রিপোর্ট/এসএ/এমডি/শাহ/ফেব্রুয়ারি ৯, ২০১৪)