সিলেট অফিস : সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাই এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহীর মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনার পর থেকে প্রায় আধাঘণ্টা সিলেট-বিয়ানীবাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের বাড়ি বিয়ানীবাজার উপজেলায় বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এমজেসি/এফএস/এমসি/শাহ/ফেব্রুয়ারি ৯, ২০১৪)