ওয়ানডের সেরা ব্যাটসম্যান কোহলি
দিরিপোর্ট২৪ ডেস্ক: আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন বিরাট কোহলি। সোমবার সংস্থার সর্বশেষ র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার হামিশ আমলাকে টপকে তৃতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব দেখালেন তিনি।
সদ্য শেষ হওয়া অস্টেলিয়ার বিপক্ষে সিরিজে দারুণ পারফর্ম করেন কোহলি। র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থান থেকে এক নম্বরে জায়গা করে নিতে তার কোনো বেগ পেতে হয়নি।আর ৮৫৭ রেটিং পয়েন্ট নিয়ে সবার আগে ভারতীয় এই ক্রিকেটার।অসিদের বিপক্ষে ৭ ম্যাচে ৩৪৪ রান করেন তিনি।
এর আগে ভারতের শচিন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর হন। ১৯৯৬ সালে শচিন টেন্ডুলকার ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে এবং ২০০৬ সালে ধোনি অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে টপকে শীর্ষস্থান দখল করেন।
কোহলির পর ৮৪৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হাশিম আমলা। এছাড়া অস্ট্রেলিয়ার জর্জ বেইলি ৮৩৫ (তৃতীয়), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ৮২৯ (চতুর্থ) ও এ বি ডি ভিলিয়ার্স ৭৮০ পয়েন্ট (পঞ্চম)।
(দিরিপোর্ট২৪/এমআই/সিজি/এএস/নভেম্বর ০৪, ২০১৩)