দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে ২৮ ফেব্রুয়ারি দেশের সব জেলা ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রগতিশীল ছাত্র জোট কেন্দ্রীয় সংসদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

এ ছাড়াও কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে ঢাকা ছাত্র সমাবেশ ও বিশ্ববিদ্যালয়ের আচার্য্য বরাবর স্মারকলিপি প্রদান করার কর্মসূচিও ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ফয়সাল ফারুক অভিক।

সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক কোর্স বন্ধ ও সকল প্রকার বর্ধিত ফি প্রত্যাহার, রাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার, হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান সাকন, সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সম্পাদক জি এম জিলানী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমসি/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)