রাশিয়ায় গির্জায় বন্দুকধারীর গুলিতে দুই জন নিহত
দ্য রিপোর্ট ডেস্ক : পূর্ব রাশিয়ার শাখালিন দ্বীপের একটি গির্জার ভেতরে বন্দুকধারীর ছুড়া গুলিতে একজন নান ও চার্চের একজন কর্মচারী নিহত হয়েছেন। পায়ে গুলি লাগায় আহত হয়েছেন আরও ছয় জন।
বেসরকারি একটি নিরাপত্তা সংস্থার একজন কর্মীকে বন্দুক হামলার অভিযোগে আটক করা হয়েছে। তবে ঠিক কেন ২৫ বছর বয়সী ওই ব্যক্তি এই হামলা চালিয়েছেন তা এখনো পরিষ্কার নয়।
শাখালিনের প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত সোচিতে শুরু হওয়া শীতকালীন অলিম্পিকের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
রাশিয়ার তদন্ত কমিটি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে অভিযুক্তের মানসিক পরিস্থিতি যাচাই করতে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হবে। (সূত্র : বিবিসি)
(দ্য রিপোর্ট/আরজে/এমডি/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)