রাবি ছাত্রলীগ নেতা দেলোয়ার ৯ দিনের রিমান্ডে
রাজশাহী সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ শাখার সহ-সভাপতি দেলোয়ার হোসেন ডিলসকে ৯ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন সুলতানা রবিবার দুপুর পৌনে ১টার দিকে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আদালতে হাজির করে তার বিরুদ্ধে চার মামলায় পৃথকভাবে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগরীর মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) মোমেন সরকার ও অলি উদ্দিন আকবর। পরে শুনানি শেষে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে একটি মামলায় তিন দিন এবং বাকি তিনটি মামলায় দুই দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর মহানগরীর ভেড়িপাড়া এলাকা থেকে তাকে আটক করে মতিহার থানা পুলিশ। পরে রাবি ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসুন নূর জানান, রিমান্ড আদেশের কাগজ এখনো তার হাতে পৌঁছায়নি। আদালতের আদেশ আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
প্রসঙ্গত, দেলোয়ার হোসেন ডিলস রাবি ছাত্রলীগ শাখার সহ-সভাপতি ও মাদার বখশ হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ঘটনার দিন প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়।
(দ্য রিপোর্ট/এনএইচ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০৯, ২১০৪)