দ্য রিপোর্ট প্রতিবেদক : এক দুই বছর নয়, দীর্ঘ ১৬ বছর পর বিটিভির ধারাবাহিক নাটকে অভিনয় করছেন অভিনেত্রী মোমেনা চৌধুরী। সেলিনা হোসেনের উপন্যাস ‘অপেক্ষা’ থেকে এ ধারাবাহিকটি নির্মাণ করছেন পরিচালক মোস্তাফিজুর রহমান। আর নাট্যরূপ দিয়েছেন সাইদ সুমন।

এ প্রসঙ্গে অভিনেত্রী মোমেনা চৌধুরী দ্য রিপোর্টকে বলেন, ‘দীর্ঘ বিরতির পর বিটিভির কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করছি আমি। গল্পে আমাকে এমন এক মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে যার মানসিক ব্যাধি আছে।’

নাটকের গল্প সম্পর্কে তিনি বলেন, ‌‘আর দশটা সাধারণ গল্পের মত নয় অপেক্ষা। নাটকে আমার সন্তান হারিয়ে যায়। সন্তানের শোক বুকে নিয়ে ১৭ বছর ধরে ঘুরে বেড়াচ্ছি আমি। ভাবনায় প্রতিমুহূর্তে সন্তানকে মনে লালন করছি। এমনই এক হারানো সন্তান ও দুখিনী মায়ের গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে।

তিনি আরও জানান, বিটিভিতে তার সর্বশেষ অভিনীত ধারাবাহিক নাটক ছিল ‘দূরে কোথাও’। নাটকটি পরিচালনা করেছিলেন স্বনামধন্য পরিচালক রিয়াজ উদ্দিন বাদশা।

(দ্য রিপোর্ট/এআর/এমসি/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)