সহ-অধিনায়ক পদ ছাড়ছেন তামিম!
দ্য রিপোর্ট প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। মূলত চাপহীন ভাবে খেলার জন্যই তামিম এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান।
এ ব্যাপারে সাবেক অধিনায়ক ও বিসিবির বোর্ড আকরাম খান দ্য রিপোর্টকে বলেছেন, ‘আমার কাছে একটি চিঠি দিয়েছে তামিম। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
কেন তামিম এ রকম সিদ্ধান্ত নিয়েছে জানতে চাইলে তিনি আরো বলেছেন, ‘সহ-অধিনায়কের দায়িত্ব পালন করায় তামিম স্বাভাবিক খেলা খেলতে পারছে না। তাই চাপহীন ভাবে খেলার জন্যই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছে সে।’
চট্টগ্রামে দলীয় অনুশীলনের আগে রবিবার সকালে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন কয়েজন ক্রিকেটার। অনুশীলনে ছিলেন তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, সাব্বির রহমান, ফরহাদ রেজা।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন তামিম ইকবাল। নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম ইনজুরিতে পড়ায় চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
(দ্য রিপোর্ট/আরআই/সিজি/ফেব্রয়ারি ৯, ২০১৪)