দ্য রিপোর্ট প্রতিবেদক : এবার হ্যাকিংয়ের কবলে পড়েছেন অভিনেত্রী জয়া আহসান। তার ব্যক্তিগত ওয়েবসাইট হ্যাকড করা হয়েছে। জয়ার ওয়েবসাইটে ঢুকতে পারছেন না তার শুভাকাঙ্ক্ষিরা। শনিবার সকাল থেকেই ওয়েবসাইট হ্যাকড হয়ে আছে।

ওয়েবসাইটটিতে ঢুকতে গিয়ে দেখা গেছে বাংলাদেশি কিছু হ্যাকার এর দায়ভার স্বীকার করে জয়ার ওয়ালে নিজেদের লোগো সেঁটে দিয়েছেন। যেখানে তাদের স্টিকার সমন্বিত একটি পেজ রয়েছে। ওই পেজে হ্যাকার জানিয়েছে, জয়ার ওয়েব পেজে নিরাপত্তাজনিত বেশ কিছু ত্রুটি ছিল এবং তা নিয়ে জয়াকে বেশ কয়েকবার সতর্কবার্তা দিয়েছে তাদের গ্রুপ। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় অবশেষে তারা হ্যাক করেছে সাইটটি।

এ ব্যাপারে জয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো লাভ হয়নি। ফোন বন্ধ আছে তার। জয়ার কাছের একজন জানান, ওয়েবসাইট হ্যাকিংজনিত কারণে বিস্মিত জয়া।

(দ্য রিপোর্ট/এআর/এমসি/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)