পটুয়াখালী সংবাদাতা : জেলার পর্যটনকেন্দ্র কুয়াকাটা সংলগ্ন লেম্বুরচর বনাঞ্চল থেকে জামাল মাতবর (২৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে কুয়াকাটা নৌ-পুলিশ সদস্যরা স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জয় মণ্ডল জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যার পর কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় বলে তারা ধারণা করা হচ্ছে। শনিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মৃতদেহ বনাঞ্চলে ফেলে গেছে খুনিরা। এ ছাড়া তার ভাড়ায় চালিত মোটরসাইকেল ঘটনাস্থল থেকে সাত-আট কিলোমিটার দূরে পরিত্যক্ত অবস্থায় শনিবার রাতে উদ্ধার করা হয়।

শনিবার রাতে বিমান ও পর্যটনমন্ত্রীর কুয়াকাটায় অবস্থানকালে ব্যাপক নিরাপত্তার মধ্যে এ হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহত জামাল উপজেলার তুলাতলী গ্রামের সানু মাতবরের ছেলে। ১৫ দিন আগে তিনি বিয়ে করেন।

(দ্য রিপোর্ট/বিডি/এএস/সা/ফেব্রুয়ারি ৯, ২০১৪)