নাজিরপুরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
পিরোজপুর সংবাদদাতা : নাজিরপুরের শ্রীরামকাঠী গ্রামীণ ব্যাংক শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক পাপড়ি রানী চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে শ্রীরামকাঠী বাজারের একটি ভাড়া বাসা থেকে পুলিশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।
গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইমাম হাসান জানান, ২০১১ সালের ২৪ এপ্রিল পাপড়ি এ শাখায় যোগদান করেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
পাপড়ির ভাই গোপাল চক্রবর্তী জানান, তিন বছর আগে তার বড় বোন পাপড়ী রানীর সঙ্গে বরিশালের গৌরনদী উপজেলার বিঙ্গলাকাঠী গ্রামের চঞ্চল আচার্যের বিয়ে হয়। তবে স্বামীর সঙ্গে মিল ছিল না।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক হাওলাদার জানান, মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(দ্য রিপোর্ট/এফআই/এএস/এনআই/ফেব্রুয়ারি ৯, ২০১৪)