দ্য রিপোর্ট ডেস্ক : হলিউড পপতারকা জাস্টিন বিবারের কর্মকাণ্ড এবার হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছেছে। সম্প্রতি বিবারকে নিয়ে চিন্তিত হয়ে আমেরিকান ফার্স্ট লেডি মিশেল ওবামা তার মাকে সন্তানের সঙ্গে বেশি সময় কাটাতে এবং তার বন্ধুদের খোঁজখবর নেওয়ার পরামর্শ দিলেন। খবর ডিএনএ সংবাদ সংস্থার।

সম্প্রতি ফার্স্ট লেডি ইউনিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘তিনি বিবারের মা হলে তাকে সবসময় কাছে রাখতেন এবেং তার সার্বক্ষণিক দেখাশোনা করতেন। তার মাথায় কী ঘুরছে এবং তার জীবনে কেউ আসল না গেল তার খবরাখবর নিতেন।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে তিনি অনেক শিশুদের দেখেছেন যারা তাদের মায়ের কাছে থাকতে চায় এবং মায়ের পরামর্শ নিয়ে চলতে চায়।’

মার্কিন ফার্স্ট লেডির মতে, ‘বয়ফ্রেন্ড’ হিটমেকার বিবার এখনও একজন বাড়ন্ত কিশোর। যার মায়ের সঙ্গ এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

সম্প্রতি বিবার একাধিকবার আইনগত মামলায় জড়িয়েছে এবং নানা কাণ্ড ঘটিয়ে হলিউডে উত্তেজনার সৃষ্টি করেছে। তার এ সব কর্মকাণ্ড বিবেচনা করে বিবারের মায়ের হয়ত মিশেল ওবামার পরামর্শ মেনে চলাই শ্রেয় হবে বলে মনে করছেন বিবারভক্তরা।

(দ্য রিপোর্ট/পিআর/এমসি/সা/ফেব্রুয়ারি ৯, ২০১৪)