চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৫০ বিঘা আখক্ষেত পুড়ে গেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অহিদুর রহমান জানান, দুপুরে এ আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের দাবি, এতে ৫০ বিঘার আখ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি।

(দ্য রিপোর্ট/এআরএন/একে/এএস/এনআই/ফেব্রুয়ারি ৯, ২০১৪)