ঝিনাইদহ প্রতিনিধি : অপহরণের তিন দিন পর জেলার শৈলকুপা উপজেলার শ্রীরামপুর গ্রাম থেকে স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বরিবার দুপুর ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম লক্ষ্মী রানী (৬)। সে উপজেলার কাশিনাথপুর গ্রামের নেপাল অধিকারীর মেয়ে।

শৈলকুপা থানার সেকেন্ড অফিসার আশিকুর রহমান জানান, লক্ষ্মী রানী শেখপাড়া গ্রামে নানাবাড়িতে থাকত। স্থানীয় স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী সে। শুক্রবার দুপুরের পর থেকে লক্ষ্মী নিখোঁজ হয়। শ্রীরামপুর গ্রামের একটি কালভার্টের পাশ থেকে দুপুরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএইচ/একে/এএস/এনআই/ফেব্রুয়ারি ৯, ২০১৪)