ঠাকুরগাঁওয়ে গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ
ঠাকুরগাঁও সংবাদদাতা : জেলার হরিপুর উপজেলার ডাবরি সীমান্ত থেকে এক গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার ভোর ৪টার দিকে তাকে আটক করা হয়।
আটক ব্যবসায়ীর নাম মো. মংলু (৩৫)। তার বাড়ি উপজেলার ডাবরি গ্রামে, বাবার নাম মহির উদ্দিন।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মংলু ভোর ৪টার দিকে সীমান্তের ৩৬৮/২ এস পিলারের কাছে গেলে ফুলবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
৩০ বিজিবির ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অপস অফিসার মেজর আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃতকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।’
এদিকে জগদল সীমান্ত থেকে শনিবার মধ্যরাতে আব্দুল কাদের নামে আরেক ব্যবসায়ীকে আটক করে কুকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা। পতাকা বৈঠকে বিএসএফ জানায়, আটককৃতকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এসএইচ/একে/এএস/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)