সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা গ্রেফতার
সিরাজগঞ্জ সংবাদদাতা : উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা আফছার আলীকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা দ্য রিপোর্টকে জানান, দুপুর আড়াইটার দিকে ওই ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা জামায়াতের সাবেক আমির এবং বর্তমানে উপদেষ্টা।
রাজনৈতিক সহিংসতা ও নাশকতার একাধিক মামলা এবং সন্ত্রাস সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/সা/ফেব্রুয়ারি ৯, ২০১৪)