দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলা সাহিত্যের অন্যতম কবি ফজল শাহাবুদ্দীনের জানাজায় এককাতারে অংশ নিলেন সাবেক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

রবিবার বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের টেনিস কোর্টে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এরশাদ-ইনু ছাড়াও জানাজায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, অন্য অংশের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি, সাংবাদিক জে জি মোস্তফা প্রমুখ।

জানাজা শেষে কবির মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদসহ অন্যরা।

এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘দেশে যখন ঐক্যের রাজনীতি খুবই প্রয়োজন তখন কবি ফজল শাহাবুদ্দীনের দরকার ছিল। আমরা তার অভাব ভীষণ অনুভব করব।’

তিনি বলেন, ‘কবি আমাদের মাঝে না থাকলেও তার সৃষ্টি আমাদের মাঝে থাকবে। তিনি তার সৃষ্টি দিয়েই আমাদের কাছে অমর হয়ে থাকবেন।’

কবি ফজল শাহাবুদ্দীনকে বাংলা একাডেমি প্রাঙ্গণে দাফন করা হবে।

প্রসঙ্গত, রবিবার সকাল সোয়া ১০টার দিকে কবি ফজল শাহাবুদ্দীন রাজধানীর বাসাবোতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

(দ্য রিপোর্ট/সাআ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)