সিলেটে শমসের মবিনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
সিলেট অফিস : সিলেট সদর উপজেলা বিএনপির নব গঠিত কমিটি বাতিল এবং দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিএনপির বিক্ষু্ব্ধ নেতাকর্মীরা। রবিবার বিকেলে নগরীতে তৃণমূল বিএনপির ব্যানারে এ কর্মসূচি পালন করে দলের পদ বঞ্চিত নেতাকর্মীরা। এর আগে বিকেল ৩টায় ঝাড়ু হাতে বিএনপির নেতাকর্মীরা নগরীর কোর্ট পয়েন্টে এসে জড়ো হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ইসমাইল হোসেন, কবির আহমদ প্রমুখ।
বক্তারা বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীমকে সিলেট অবাঞ্ছিত ঘোষণা করেন। একই সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে প্রত্যাহারের জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দাবি জানান।
সভায় বক্তারা বলেন, সিলেট বিএনপি পরিবারকে ভেঙে টুকরো টুকরো করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। এরই অংশ হিসেবে নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম. ইলিয়াস আলীর হাতে গড়া সিলেট সদর উপজেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
ঝাড়ু মিছিল নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে জিন্দাবাজার-চৌহাট্টা হয়ে রিকাবী বাজারে গিয়ে শেষ হয়।
(দ্য রিপোর্ট/এমজেএইচ/এইচএসএম/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)