দিরিপোর্ট২৪ প্রতিবেদক : চট্টগ্রামের লালখান বাজারে জামায়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসে বিস্ফোরণে আহত চার ছাত্রের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপর একজনের অবস্থা আশংকাজনক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত দুইটার দিকে হাবিবুর রহমান (২০) নামের ওই ছাত্র মারা যান। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

সোমবার সকাল ১১টার দিকে নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকায় জামায়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার চারতলা ছাত্রাবাসের দ্বিতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণ ঘটে। হেফাজতে ইসলামীর নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম এ মাদ্রাসার অধ্যক্ষ ও পরিচালক।

ওই ঘটনার পর সন্ধ্যায় পুলিশ মাদ্রাসায় তল্লাশি চালিয়ে হাতে তৈরি তিনটি তাজা বোমা, লোহার পাইপ, মার্বেলসহ বোমা তৈরির বিভিন্ন উপাদান উদ্ধার করে। এ ঘটনায় আহত চারজনসহ মোট নয়জনকে পুলিশ গ্রেপ্তার করে।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/জেএম/অক্টোবর ০৮, ২০১৩)