সর্বদলীয় সরকার ছাড়া সমাঝোতা নয় : অর্থমন্ত্রী
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সর্বদলীয় সরকার ছাড়া বিরোধী দলের সঙ্গে কোনো সমঝোতা (এগ্রিমেন্ট) হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচনের ৪৫ থেকে ৫০ দিন আগে সর্বদলীয় সরকার গঠন করা হবে। কিংবা এর কয়েকদিন আগেও হতে পারে। তবে এটাই চূড়ান্ত, এটা ছাড়া কোনো এগ্রিমেন্ট হবে না।’
প্রসঙ্গক্রমে তিনি বলেন, বিএনপির প্রথম দাবি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এবং দ্বিতীয় দাবি হচ্ছে নট এট অল শেখ হাসিনা। আর আমাদের প্রস্তাব হচ্ছে সর্বদলীয় সরকার। রোববার প্রধানমন্ত্রী বলেছেন যে, বিরোধী দল যে কোনো মন্ত্রণালয় চাইতে পারে। এটা আমি আগেও বলেছি। তবে সংলাপ হলে অনেক কিছুই হতে পারে।
সকালে মন্ত্রিসভার বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে মুহিত বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী। তবে আমার ধারণা প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা থেকে ফিরে না আসা পর্যন্ত এ সরকার বলবৎ থাকবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ নভেম্বর শ্রীলঙ্কা যাচ্ছেন। সেখান থেকে ১৭ নভেম্বর তিনি দেশে ফিরবেন।
হরতাল প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দেশের জন্য হরতাল একটি ঝুঁকি। তবে হরতাল আগামীতে হবে না। তিনি বলেন, বেগম জিয়া যেহেতু আপোসহীন নেত্রী সেজন্য তাকে অনেক কিছু রক্ষা করতে হয়।
(দিরিপোর্ট২৪/এসভি/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)