আন্তঃজেলা প্রমীলা কাবাডি মঙ্গলবার শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক : আন্তঃজেলা প্রমীলা কাবাডি মঙ্গলবার থেকে শুরু হবে। দেশের ৭টি ভেন্যুতে আঞ্চলিক পর্ব দিয়ে পর্দা উঠবে আসরের। ভেন্যুগুলো হল- ফরিদপুর, নীলফামারী, বরিশাল, কুষ্টিয়া, জামালপুর, রাজশাহী ও নড়াইল। আঞ্চলিক পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে ২৯টি জেলা।
প্রতিযোগিতার উদ্বোধন হবে ফরিদপুর ভেন্যুতে। প্রতি ভেন্যুর চ্যাম্পিয়নের সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা জেলা সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। চট্টগ্রাম বিভাগ থেকে শুধু কুমিল্লা জেলা ও সিলেট থেকে হবিগঞ্জ নাম এন্ট্রি করায় এই ২টি জেলাও সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। চূড়ান্ত পর্বের ম্যাচগুলো হবে পল্টন ময়দানস্থ কাবাডি স্টেডিয়ামে।
প্রতিযোগিতা সামনে রেখে রবিবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আর বি গ্রুপের এডিশনাল ডিরেক্টর, হেড অব দি ডিপার্টমেন্ট, গেমস অ্যান্ড স্পোর্টস এফ এম ইকবাল বিন আনোয়ার এবং মার্শেসেলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান।
(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)