মাগুরা প্রতিনিধি : মাগুরায় সড়ক দুর্ঘটনায় আশান মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আড়পাড়া বাজার থেকে মোটরসাইকেলযোগে আশান মিয়া বাড়ি ফিরছিলেন। মাগুরা-যশোর মহাসড়কের রামকান্তপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাগুরাগামী লোকাল বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আশান মিয়া শালিখা উপজেলার ইসলামপুর গ্রামের মৃত কলম মিয়ার ছেলে।

(দ্য রিপোর্ট/এসআই/এএস/সা/ফেব্রুয়ারি ৯, ২০১৪)