‘জলবায়ু পরিবর্তন প্রকল্পে মন্ত্রণালয়গুলোতে সমন্বয়ের অভাব রয়েছে’
দ্য রিপোর্ট প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনে গঠিত প্রকল্পে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সেমিনারে রবিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খলিকুজ্জামান বলেন, ‘জলবায়ু পরিবর্তন নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে যতটুকু সমন্বয় হওয়ার কথা ছিল তা হয়নি। এ ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে।’
তিনি বলেন, ‘এ ক্ষেত্রে প্রকল্পগুলোতে স্বচ্ছতা আনার কাজ সঠিকভাবে চালিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে মন্ত্রণালয়গুলোর।’ জলবায়ু পরিবর্তন প্রকল্পে দক্ষ জনবল গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
জলবায়ু পরিবর্তনের প্রভাব পানি ও বায়ুর ওপর সবচেয়ে বেশি পরে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের নদীগুলোতে যে বাঁধ দেওয়া হয়েছে তা দীর্ঘস্থায়ী নয়।’ এ সময় পিকেএসএফ জলবায়ু পরিবর্তন প্রকল্পের যে ১০ শতাংশ বাস্তবায়ন করছে তা স্বচ্ছভাবে করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘একটি প্রতিষ্ঠান বলেছে, জলবায়ু পরিবর্তন প্রকল্পে কয়েকটি বেসরকারি সংস্থার অস্তিত্ব নেই। এটা পুরোপুরি মিথ্যা কথা। বরং তারা ভালোভাবে কাজ করছে।’
সেমিনারে জানানো হয়, জলবায়ু ট্রাস্ট ফান্ড দেশের বিভিন্ন বিভাগে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। বিভাগ অনুসারে চট্টগ্রামে ২৪, ঢাকায় ১৭, বরিশালে ১২, খুলনায় ১০, রংপুরে ৪, রাজশাহীতে ৩ ও সিলেটে ৩ শতাংশ কাজ বাস্তবায়িত হয়েছে। এ ছাড়া অন্যান্য প্রকল্পে মোট ২৭ শতাংশ কাজ বাস্তবায়ন করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনে প্রাপ্ত বিদেশী অর্থ ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত ওই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ উন্নয়ন পরিষদ। সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরুপ চৌধুরী, বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু, মিজানুর রহমান বিজয় প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ শামসুদ্দোহা।
(দ্য রিপোর্ট/এএইচএস/এসকে/এনআই/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)