মুশাররফের জামিন মঞ্জুর
দিরিপোর্ট২৪ ডেস্ক : মসজিদে অভিযান চালিয়ে মানুষ হত্যার মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান পারভেজ মুশাররফকে জামিন দিয়েছে দেশটির একটি আদালত। এর ফলে তার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা থেকে জামিন পেলেন মুশাররফ। খবর আলজাজিরার।
২০০৭ সালে পাকিস্তানের একটি মসজিদে অভিযান চালিয়ে বেশ কিছু মানুষ হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
গত ছয়মাস ধরে নিজ বাসায় গৃহবন্দী অবস্থায় থাকা মুশাররফ এখুনি পুরোপুরি মুক্ত হতে পারছেন না। আদালত জামিন মঞ্জুর করা সত্ত্বেও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে তার বাড়ির চারদিকে কড়া পাহাড়ায় থাকবে পুলিশ।
চলতি বছরের এপ্রিল থেকে ইসলামাবাদের নিজ বাসায় গৃহবন্দী অবস্থায় আছেন ৭০ বছর বয়সি মুশাররফ।
বিচারক ওয়াজেদ আলি সোমবার দুই হাজার ডলার বন্ডের বিনিময়ে মুশাররফকে জামিন দেন।
এ মামলায় জামিনের ফলে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলাসহ সকল মামলায়ই জামিন পেলেন তিনি।
প্রসঙ্গত, ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিলেন এই সেনাশাসক।
(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)