সিসি’র প্রতিদ্বন্দ্বী বামপন্থি সাবাহি
দ্য রিপোর্ট ডেস্ক : মিসরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি’র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বামপন্থি নেতা হামদিন সাবাহি। খবর আল জাজিরার।
দেশটিতে চলতি বছরের মধ্য এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাবাহির (৫৯) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ফিল্ড মার্শাল সিসিই এগিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও সিসি তার প্রার্থিতার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।
হামদিন সাবাহি এর আগে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে তিনি তৃতীয় স্থানে ছিলেন। তৎকালীন নির্বাচনে বিজয়ী হয়েছিলেন মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি।
প্রসঙ্গত, ২০১৩ সালের জুলাইয়ে এক গণবিক্ষোভের মুখে মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী।
(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/এনআই/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)