বগুড়া সংবাদদাতা : বগুড়ার দুপচাঁচিয়া মহিলা কলেজের পাশে একটি পরিত্যক্ত চাতাল থেকে আব্দুর রহমান (৬) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঝুলন্ত অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা কাপড় ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, আমার কোনো শত্রু নেই। আমার ছেলে নিখোঁজ হওয়ার পর কেউ আমাকে মুক্তিপণ চেয়ে ফোন করেনি। আব্দুর রহমানকে কে বা কারা হত্যা করেছে তা আমার জানা নেই।

দুপচাঁচিয়া থানার ওসি রিয়াজউদ্দীন ঘটনা নিশ্চিত করে বলেন, আব্দুর রহমানকে অন্য কোথাও হত্যা করে পরিত্যক্ত চাতালের ঘরে ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। আব্দুর রহমান নিখোঁজ হওয়ার ঘটনায় ৯ জানুয়ারি থানায় তার বাবা একটি সাধারণ ডায়েরি করেছিলেন। সোমবার ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/এএইচ/এএস/এনআই/ফেব্রুয়ারি ৯, ২০১৪)