চলন্ত বাসে ধর্ষণ মামলার রায় ১৩ ফেব্রুয়ারি
মানিকগঞ্জ সংবাদদাতা : ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে পোশাক শ্রমিক ধর্ষণ মামলার রায় ১৩ ফেব্রুয়ারি। রবিবার যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করেন দায়রা জজ আদালতের বিচারক মোস্তফা দেওয়ান।
যুক্তিতর্ক শুনানিতে উপস্থিত ছিলেন বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম, মনোয়ারা বেগম ও আসামিপক্ষে ছিলেন মহিউদ্দিন আহমদ।
উল্লেখ্য, গত বছরের ২৪ জানুয়ারি ঢাকা-আরিচা মহাসড়কে শুভযাত্রা পরিবহনের চলন্ত বাসে এক পোশাক শ্রমিক ধর্ষণের শিকার হন। যাত্রী ধর্ষণের ঘটনায় বাসচালক দিপু মিয়া ও হেলপার আবুল কাশেমকে আটক করে পুলিশ।
(দ্য রিপোর্ট/এনইউএস/একে/এএস/সা/ফেব্রুয়ারি ৯, ২০১৪)