মেলার পরিবেশ সুন্দর রাখার আহ্বান
দ্য রিপোর্ট প্রতিবেদক : মেলার নবম দিন রবিবার ঘুরতে এসেছিলেন দুই ভাষা-সংগ্রামী, লেখক ও সংস্কৃতিকর্মী আহমদ রফিক ও কামাল লোহানী। এবারের মেলায় আহমদ রফিকের তিনটি বই এসেছে। এগুলোর মধ্যে অনিন্দ্য প্রকাশ বের করেছে ‘দেশ বিভাগ : ফিরে দেখা’, ও ‘শিল্প সংস্কৃতি ও জীবন’। সময় প্রকাশনী বের করেছে ‘বাংলাদেশের কবিতা দশক ভাগ বিচার’। অন্যদিকে কামাল লোহানীর কোনো বই এবারের মেলায় আসেনি। এর কারণ জানতে চাইলে তিনি অনেকটা অভিমানের সুরে বলেন, ‘প্রকাশকদের চিন্তার সঙ্গে মিলাতে পারিনি বলেই এবারের মেলায় আমার কোনো বই আসেনি।’ প্রথমবারের মত মেলা প্রসারিত হওয়া নিয়ে তাদের দুজনের মন্তব্যই এক। তাদের ভাষ্য, ‘গত দশ বছর ধরে আবেদন করে আসছি মেলাটাকে একটা গিঞ্জি পরিবেশে না রেখে সোহরাওয়ার্দী উদ্যানে নেওয়ার জন্য। পাঠক ও প্রকাশকদের কথা বিবেচনা করে আয়োজন প্রতিষ্ঠান বাংলা একাডেমি আমাদের এ কথার যথাপোযুক্ত মূল্যায়ন করায় সবার জন্য ভালো হল। শিশুকর্নারে শিশুরা খোলা স্থানে স্বচ্ছন্দে ঘুরতে পারছে, স্টলে বিচরণের পর মেলা প্রাঙ্গণেই বসে আড্ডা দিতে পারছে। সব বিবেচনায় এবারের মেলার পরিবেশ বেশ ভাল।’
আমাদের দেশের মেলাটার যেহেতু একটা ঐতিহাসিক তাৎপর্য আছে তাই এর রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের কড়া নজর রাখার আহ্বান জানান তারা।
(দ্য রিপোর্ট/এমএ/কেএম/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)