সিরাজগঞ্জ সংবাদদাতা : নির্বাচন আচরণবিধি লংঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার রবিবার বিকেলে এ রায় প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার দ্য রিপোর্টকে জানান, ভাইস চেয়ারম্যান প্রার্থী রাশেদুজ্জামান (বই প্রতীক)  বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও জয়ের ছবি সংবলিত পোস্টার ছাপানো ও লাগানোর অভিযোগে ৫০ হাজার টাকা ও নাজমুল ইসলাম মুকুল (তালা প্রতীক) পোস্টারে প্রেসের নাম ও তারিখ উল্লেখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)