দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাইম ব্যাংক লিমিটেডের উদ্যোগে রংপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। নগরীর কামাল কাছনাস্থ শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের পরিচালক ও প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন। এ সময় প্রাইম ব্যাংক রংপুর শাখার প্রধান ভিপি মো. ইব্রার, সিটি করপোরেশনের ২৫ ওয়ার্ডের কাউন্সিলর নুরুনবী ফুলু, শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা লাভলীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/পিআর/এপি/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)