দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ১০ লাখ ৩০ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগে পৃথক তিনটি মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে রবিবার এ সব মামলা দায়েরের জন্য কমিশন থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ সব মামলার অনুমোদন করে কমিশন। শিগগিরই মামলাগুলো দায়ের করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

অভিযুক্তরা হলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহিমাগঞ্জ শাখার সাবেক সেকেন্ড অফিসার স্বপন কুমার মজুমদার, সাবেক সেকেন্ড অফিসার জহুরুল হক (বর্তমানে অবসরপ্রাপ্ত), সাবেক ব্যবস্থাপক মির্জা আহম্মেদ ফারুক, সাবেক ব্যবস্থাপক মো. তৌফিক ইবনে আলী পাঠান, সাবেক কোষাধ্যক্ষ মো. মজিবর রহমান।

এদের মধ্যে স্বপন কুমার মজুমদার প্রতিটি মামলার প্রধান আসামি হিসেবে রয়েছেন। এ ছাড়া মো. তৌফিক ইবনে আলী পাঠান ও মো. মজিবর রহমানও প্রতিটি মামলায় আসামি হিসেবে রয়েছেন।

দুদক সূত্র জানায়, বিভিন্ন জাল-জালিয়াতির মাধ্যমে ২০০২ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০০৫ সালের ২১ এপ্রিল পর্যন্ত সময়ে এ সব জালিয়াতির ঘটনা ঘটেছে। দণ্ডবিধির ৪০৯/৫১১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হবে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)