মেলায় নতুন বই ৭৮টি
দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে বইমেলায় রবিবার নতুন বই এসেছে ৭৮টি। মোড়ক উন্মোচিত হয়েছে ১৬টি বইয়ের।
একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপ-বিভাগের তালিকা সূত্রে জানা গেছে, শুভ্রপ্রকাশ থেকে প্রকাশিত তরুণ সাংবাদিক ইন্দ্রজিৎ সরকারের কিশোর উপন্যাস ‘দস্যুর জঙ্গলে তোতন’ বইটির মোড়ক উন্মোচন করেন সমকালের নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি। পার্ল পাবলিকেশন্স থেকে প্রকাশিত শিশু লেখক মীম নেশিন নাওয়াল খানের ‘খেয়া এবং’ বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কথাশিল্পী আনিসুল হক ও এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম। জনান্তিক থেকে প্রকাশিত কমরেড আবদুশ শহীদের ‘কারাস্মৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রবীণ সাংবাদিক কামাল লোহানী। অন্যান্য বইয়ের মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন, লুৎফর রহমান রিটন, ড. ইনামুল হক, বদরুল আহসান খান, বদরুল হায়দার প্রমুখ।
৭৮টি নতুন বইয়ের মধ্যে কবিতার বই রয়েছে ১৬টি, উপন্যাস ১৬টি, গল্প ১৪টি, প্রবন্ধ ৫টি, ধর্মীয় ৪টি, সায়েন্স ফিকশন ৪টি, জীবনী ৩টি, মুক্তিযুদ্ধভিত্তিক বই ২টি।
(দ্য রিপোর্ট/একে/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)