টাঙ্গাইলে ট্রাক-টেম্পো সংঘর্ষে নিহত এক
টাঙ্গাইল সংবাদদাতা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার রসুলপুরে ট্রাক-টেম্পো সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রবিবার দুপুর ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, টাঙ্গাইল থেকে একটি টেম্পো এলেঙ্গা যাওয়ার সময় মহাসড়কের রসুলপুরে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টেম্পোযাত্রী অজ্ঞাত একজন নিহত হন। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এআর/এএস/সা/ফেব্রুয়ারি ৯, ২০১৪)