ব্যবসায়ীর কব্জি কাটলেন ছাত্রলীগ নেতা
টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলে পূর্বশত্রুতার জের ধরে মাটি ব্যবসায়ী আমির হামজার (৪৫) দুই হাতের কব্জি কেটে ফেলেছেন সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোমান মিয়া। রবিবার দুপুর ১২টায় ইউনিয়নের চর পাকুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। মাটি ব্যবসায়ী আমির হামজা ওই গ্রামের সাবেক মেম্বার আলতাফ হোসেনের ছেলে।
টাঙ্গাইল সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে হাতে ব্যান্ডেজ করার সময় আমির হামজা অভিযোগ করেন, সকালে তিনি ওই গ্রামের মাটির ঘাটে এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় একই গ্রামের কালু মিয়ার ছেলে ছিলিমপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রোমান পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে তার হাতের দুই কব্জি কেটে ফেলে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. স্বপন ভট্টাচার্য জানান, আমির হামজার বাম হাতের কব্জি একেবারেই পড়ে গেছে। ডান হাতের কব্জিটিও টিকে থাকার সম্ভাবনা কম। তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক শামীম আল মামুন জানান, কব্জি কাটার বিষয়টি আমি জানি না। তবে রোমান মিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে তিনি স্বীকার করেন।
এ বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আমি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এআর/এএস/সা/ফেব্রুয়ারি ৯, ২০১৪)