মধুবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মধুবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩২০টি পরিবারকে সহায়তা দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া রবিবার ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেন।
এ সময় রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও আওয়ামী লীগের পক্ষ থেকেও ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, এ অগ্নিকাণ্ডে ভুক্তভোগীদের যে ক্ষতি হয়েছিল তা অনেকটা লাঘব হল। সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোর এগিয়ে আসাকে তিনি আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন।
পুনর্বাসন সম্পর্কে ত্রাণমন্ত্রী বলেন, ‘সরকারের পুনর্বাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে সরকার সাধ্যমত তাদের পুনর্বাসনের উদ্যোগ নেবে।’ এই প্রসঙ্গে তিনি সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের কথা উল্লেখ করেন।
(দ্য রিপোর্ট/এএইচ/এসকে/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)