সোনারগাঁয়ে বালু উত্তোলনের সময় ড্রেজারসহ আটক ৯
নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার, দুটি বাল্কহেডসহ নয়জনকে আটক করেছে কোস্টগার্ড পাগলা স্টেশন। রবিবার বিকেল ৪টায় সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর চর কিশোরগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া কোস্টগার্ড স্টেশন পাগলার টিম লিডার মো. হুমায়ুন কবির দ্য রিপোর্টকে জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সময় এমভি মা ডেজিং প্রকল্প-১ নামের একটি ড্রেজার, এমভি আকিদা ও এমভি হাকিম নামের দুটি বাল্কহেডসহ নয়জনকে আটক করা হয়। আটকরা হল- নুরুন্নবী, মেহেদী হাসান, পারভেজ, রুবেল, কামাল, মো. সিরাজ, মো. রমজান আলী, মো. নাজমুল ও মো. খলিল।
(দ্য রিপোর্ট/এমএম/এএস/সা/ফেব্রুয়ারি ৯, ২০১৪)