পুরস্কার পাচ্ছে ৪৩ ব্যবসায়িক প্রতিষ্ঠান
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাণিজ্যমেলায় বিশেষ অবদানের জন্য ৪৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করতে যাচ্ছে রফতানি উন্নয়ন ব্যুরো।
বাণিজ্যমেলার সাধারণ প্যাভিলিয়ন, সংরক্ষিত সাধারণ প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, সাধারণ স্টল ও সেবা খাত এ চার ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হচ্ছে।
সাধারণ প্যাভিলিয়ন গ্রুপ থেকে প্রথম পুরস্কার পাচ্ছে রংপুরের কারুপণ্য, দ্বিতীয় পুরস্কার পাচ্ছে ইসলামী ব্যাংক। প্রিমিয়ার প্যাভিলিয়ন কোটায় প্রথম পুরস্কার পাচ্ছে ওয়ালটন, দ্বিতীয় পুরস্কার পাচ্ছে হাতিল কমপ্লেক্স লিমিটেড এবং তৃতীয় পুরস্কার পাচ্ছে পারটেক্স ফার্নিচার ও ক্লাসিক্যাল হোমস। প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন গ্রুপ থেকে প্রথম পুরস্কার পাচ্ছে আব্দুল মোনেম লিমিটেড, ঢাকা আইসক্রিম এবং রুমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রিমিয়ার স্টল গ্রুপ থেকে প্রথম পুরস্কার পাচ্ছে কিংস ফুড, দ্বিতীয় হেলাল অ্যান্ড ব্রাদার্স ও হামদর্দ লিমিটেড এবং তৃতীয় পুরস্কার পাচ্ছে প্রাণ বেভারেজ লিমিটেড।
এ ছাড়া সাধারণ স্টল ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পাচ্ছে লাভা, দ্বিতীয় পুরস্কার পাচ্ছে ইস্ট এশিয়া কক্স লিমিটেড এবং তৃতীয় পুরস্কার পাচ্ছে সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সাধারণ সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন থেকে বিশেষ পুরস্কার পাচ্ছে সোনালী ব্যাংক, ডাচ বাংলা ও বেসিক ব্যাংক।
এ গ্রুপে বিশেষ পুরস্কার পাচ্ছে ম্যাক্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড, নাদিয়া ফার্নিচার, এশিয়ান টেক্সটাইল, নাভানা ফার্নিচার, সিঙ্গার বাংলাদেশ ও আকতার ফার্নিচার লিমিটেড। ফুড স্টল থেকে পুরস্কার পাচ্ছে হারবেস্ট রিচ পোল্ট্রি ইন্ডাস্ট্রি লিমিটেড, বঙ্গজ বিস্কুট লিমিটেড, মাসাফি ব্রেড অ্যান্ড বিস্কুট লিমিটেড।
বিদেশী প্যাভিলিয়নের মধ্যে ৪টি প্রতিষ্ঠানকে বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো- জর্ডানা কালার কসমেটিক্স করপোরেট, তুরস্কের ওয়ারিয়ান্টাল ইস্তাম্বুল ক্রিস্টাল সান টিসি লিমিটেড, এমকে সিঙ্গাপুর এবং ইন্ডিয়া কারপেট লিমিটেড।
এ ছাড়া অনুন্নত এলাকা বিবেচনায় সাধারণ স্টল থেকে রাঙ্গামাটির বিয়াশালী হ্যান্ডিক্র্যাফট, বনানী টেক্সটাইল, রানা টেক্সটাইল-কুষ্টিয়া এবং মণিপুরি টেন্ট ইম্পেরিয়াল পুরস্কার পাচ্ছে। এ ছাড়া মেলায় বিশেষ অবদানের জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকেও পুরস্কৃত করা হচ্ছে।
উল্লেখ্য, এবারের বাণিজ্যমেলায় ৪৩টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ২৩টি প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, ৩৩টি প্রিমিয়ার স্টল, ৩টি রেস্তরাঁ, ২৯টি ফুড স্টল, ১৪টি বিদেশী প্রিমিয়ার প্যাভিলিয়ন, ২টি বিদেশী মিনি প্যাভিলিয়ন, ১২টি বিদেশী প্রিমিয়ার স্টল এবং ১৩৫টি সাধারণ স্টল অংশ নেয়।
(দ্য রিপোর্ট/এআই/একে/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)