‘দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের ভিত মজবুত করে’
শেরপুর সংবাদদাতা : সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক বলেছেন, দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের ভিত মজবুত করে। তাদের লেখনীতে দুষ্কৃতি-অনাচার দূর করার মাধ্যমে কলুষমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। সেই সঙ্গে অনিয়ম-দুর্নীতির খবর পরিবেশনের পাশাপাশি সমস্যা-সম্ভাবনাময় ও উন্নয়নমূক খবর পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব বাড়ানোও সম্ভব। তিনি ইতিবাচক খবর পরিবেশনসহ সমাজের ক্ষতিকর খবর পরিবেশনে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন। রবিবার বিকেলে শেরপুর সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
তিনি পত্রিকার নাম প্রকাশ না করে প্রকাশিত একটি খবরের উদ্ধৃতি টেনে বলেন, মূল খবরকে পাশ কাটিয়ে তা অতিরঞ্জিত ও বিকৃতভাবে পরিবেশন করাটা সাংবাদিকতার শিষ্টাচারের পর্যায়ে পড়ে না। এ সময় তিনি শেরপুরকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে তার সদিচ্ছা ব্যক্ত করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন।
মতবিনিময়কালে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট এটিএম জাকির হোসেন, প্রেস ক্লাব সম্পাদক কাকন রেজা, সহ-সভাপতি সঞ্জীব চন্দ বিল্টু ও সিনিয়র সদস্য রফিকুল ইসলাম আধার।
(দ্য রিপোর্ট/এসমি/এএস/এনআই/ফেব্রুয়ারি ৯, ২০১৪)