রাঙ্গামাটি সংবাদদাতা : পার্বত্যাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও এ অঞ্চলে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত প্রকল্প কার্যক্রম পরিদর্শনে রাঙ্গামাটিতে দুদিনের সফর করছেন ইউরোপীয় ইউনিয়নের একটি মিশন। ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান উইলিয়াম হান্নার নেতৃত্বে পাঁচ সদস্যের এ মিশন রাঙ্গামাটি এসে রবিবার পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সঙ্গে বৈঠক করেন।

এ সময় ঢাকাস্থ ইইউ কার্যালয়ের ফার্স্ট কনস্যুলার মি. ফিলিপ্পি জেককুইস, সেকেন্ড সেক্রেটারি মিসেস লিনকা ভিটকোভা ও মি. ফেব্রিজিও সেনেসি সেখানে উপস্থিত ছিলেন।

পরে প্রতিনিধিদল বৈঠক করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের সঙ্গে। বৈঠকে পার্বত্য শান্তিচুক্তি, উন্নয়ন কার্যক্রমসহ পার্বত্য তিন জেলা পরিষদের নির্বাচন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

রাঙ্গামাটি সফরকালে ইইউ মিশনটি পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানসহ আদিবাসী ও বাঙালি নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএ/এমএটি/এএস/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)